শর্তাবলীঃ
১। প্রথম ০৩ (তিন) দিন অনুপস্থির জন্য দৈনিক ২০ টাকা করে, পরবর্তী ০৩(তিন) দিনের জন্য দৈনিক ৩০ (ত্রিশ) টাকা করে এবং পরবর্তী অনুপস্থির জন্য দৈনিক ৫০ (পঞ্চাশ) টাকা
জরিমানা করা হবে। অসুস্থতার ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট আবশ্যক।
২। প্রত্যেক ৩ (তিন) মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে, এতে অভিভাবকদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
৩। নুন্যতম ৭০% উপস্থিত না থাকলে কোন ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়া হবে না/ Non Collegiate হিসেবে গন্য করা হবে।
৪। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কিংবা অশোভন আচরণ করলে উক্ত ছাত্র-ছাত্রীকে তৎক্ষনাৎ কলেজ থেকে বহিষ্কার করা হবে।
৫। কলেজের আঙ্গিনায় কোন ধরনের হাতাহাতি বা মারামারি বা কোন পক্ষ নিয়ে ঝামেলা সৃষ্টি করলে সেটি যদি কলেজ এর আঙ্গিনা হতে ৫০০ মিটারের মধ্যে ও হয় সে ক্ষেত্রে
সংশিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৬। ইউনিফর্ম ও আইডি কার্ড ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে কলেজ এ প্রবেশ করতে দেয়া হবে না।
৭। ক্লাসে পড়া বুঝতে অসুবিধা হলে Special Class এর সু-ব্যবস্থা রয়েছে এতে ছাত্র-ছাত্রী অংশগ্রহন করতে পারবে।
৮। কলেজের কোন শিক্ষক-শিক্ষিকা দ্বারা কোচিং করা যাবে না।
৯। ১ম বর্ষ হতে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদেও পুনঃভর্তি ও অন্যান্য ফি বাবদ মোট টাকার পরিমাণ:- বিজ্ঞান শাখায় ৪১৫০/- ও মানবিক /ব্যবসায় শাকায় ৩৯৫০/-।
১০। কলেজের অভ্যন্তরীন কোন বিষয় নিয়ে কোন ছাত্র-ছাত্রী Facebook কিংবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট/শেয়ার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক
ব্যবস্থা গ্রহন করা হবে।
১১। নিতান্ত গরীব ছাত্র-ছাত্রীদের জন্য নুশিস বৃত্তির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ৮০% ক্লাসে উপস্থিতি আবশ্যক।
ঘোষনাঃ
এই মর্মে আমি ঘোষনা করছি যে, আমি অত্র কলেজে ভর্তি হয়ে কলেজের নিয়ম শৃঙ্খলা ও বিধি-বিধান মেনে চলব। এর ব্যতিক্রম হলে কলেজ কর্তৃপক্ষ প্রদত্ত যে কোন
সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।